ধরো, ভীষণ ক্ষুধার্ত তুমি
প্রখর গ্রীষ্মের থাবা থেকে –
ঘর্মাক্ত ক্লান্ত হয়ে ফিরেছ ঘরে
চাইছ এক গ্লাস শীতল জল
রান্না ঘরের কোনে রাখা জালা থেকে গড়িয়ে তোমায় সে জল না দিয়ে
যদি গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলি
ভালোবাসো ?
তবে কি সদ্য পরাজিত সূর্যের মত রাগি আগুন জ্বলে উঠবে তোমারও বুকে ?
এক ঝটকায় দূরে ঠেলে সরিয়ে দেবে আমায় ?
নাকি –
ঠোঁটের ছোঁয়া কে আর একটু ঘন করে বলবে ---
ভালবাসি ভালবাসব !
প্রখর গ্রীষ্মের থাবা থেকে –
ঘর্মাক্ত ক্লান্ত হয়ে ফিরেছ ঘরে
চাইছ এক গ্লাস শীতল জল
রান্না ঘরের কোনে রাখা জালা থেকে গড়িয়ে তোমায় সে জল না দিয়ে
যদি গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলি
ভালোবাসো ?
তবে কি সদ্য পরাজিত সূর্যের মত রাগি আগুন জ্বলে উঠবে তোমারও বুকে ?
এক ঝটকায় দূরে ঠেলে সরিয়ে দেবে আমায় ?
নাকি –
ঠোঁটের ছোঁয়া কে আর একটু ঘন করে বলবে ---
ভালবাসি ভালবাসব !
1 comment:
Besh bhalo laglo pore, khub sundar
Post a Comment